দেশজুড়ে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় এবার রাজপথে নামলেন তৃতীয় লিঙ্গের মানুষ। শনিবার (১২ এপ্রিল) “মার্চ ফর গাজা” শীর্ষক দেশের সবচেয়ে বড় ফিলিস্তিনপন্থী সমাবেশ শেষে রাজধানীর বিভিন্ন প্রান্তে তৃতীয় লিঙ্গের অংশগ্রহণকারীরা বিক্ষোভে অংশ নেন।
এই প্রতিবাদ কর্মসূচিতে তারা ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং ফিলিস্তিনে চলমান আগ্রাসন বন্ধের আহ্বান জানান। বক্তারা বলেন, “ফিলিস্তিন থেকে আমাদের দেশ অনেক দূরে, চাইলেও সেখানে গিয়ে সরাসরি সহায়তা করতে পারছি না। কিন্তু আমরা এখান থেকে প্রতিরোধের আওয়াজ তুলতে পারি। নিরীহ ফিলিস্তিনিদের ওপর বর্বরোচিত হামলা বন্ধ করতে হবে।”
তারা আরও বলেন, “নিজের দেশ, দেশের মানুষ এবং মুসলিম উম্মাহর প্রশ্নে আমরা সবসময় আপোষহীন। ফিলিস্তিনের প্রতি একাত্মতা প্রকাশ করতে পেরে আমরা গর্বিত।”
বিক্ষোভে অংশগ্রহণকারীরা বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান, “একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বীকৃতি দিতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে।”