Ridge Bangla

এয়ার টিকিট সিন্ডিকেটে জড়িত ১৩ ট্র্যাভেল এজেন্সির নিবন্ধন বাতিল

এয়ার টিকিটের বাজারে কৃত্রিম সংকট তৈরি করে অস্বাভাবিক মূল্য বাড়ানোর সঙ্গে জড়িত ১৩টি ট্র্যাভেল এজেন্সির নিবন্ধন বাতিল করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। একই সঙ্গে জনগণকে এসব এজেন্সি থেকে টিকিট ক্রয়-বিক্রয়সহ কোনো ব্যবসায়িক কার্যক্রমে না জড়ানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নিবন্ধন বাতিল হওয়া এজেন্সিগুলোর মধ্যে রয়েছে—কাজী এয়ার ইন্টারন্যাশনাল (প্রা.) লিমিটেড, সিটিকম ইন্টারন্যাশনাল ট্র্যাভেল এজেন্সি (প্রা.) লিমিটেড, আরবিসি ইন্টারন্যাশনাল, মেঘা ইন্টারন্যাশনাল এয়ার সার্ভিস, মাদার লাভ এয়ার সার্ভিস, জে এস ট্র্যাভেল অ্যান্ড ট্যুরস, হাসেম এয়ার ইন্টারন্যাশনাল, ফোর ট্রিপ লিমিটেড, কিং এয়ার এভিয়েশন, বিপ্লব ইন্টারন্যাশনাল ট্র্যাভেল এজেন্ট, সাদিয়া ট্র্যাভেলস, আত-তাইয়ারা ট্র্যাভেলস ইন্টারন্যাশনাল এবং এন এম এস এস ইন্টারন্যাশনাল।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও নিবন্ধন কর্তৃপক্ষ এ কে এম মনিরুজ্জামান স্বাক্ষরিত পৃথক আদেশে নিবন্ধন বাতিল কার্যকর করা হয়। মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ ট্র্যাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ধারা ৯ এবং বিধিমালা ২০২২-এর বিধি ১০ ও ১৫ ভঙ্গসহ নিবন্ধনের গুরুত্বপূর্ণ শর্তাবলি লঙ্ঘনের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তদন্তে প্রমাণ মেলে যে এসব এজেন্সি গ্রুপ বুকিংয়ের নামে জনপ্রিয় রুটের টিকিট দীর্ঘদিন ধরে ব্লক করে রাখে। পরে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও সাব-এজেন্টদের মাধ্যমে উচ্চমূল্যে বিক্রি করে তারা। এতে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয় এবং যাত্রীদের ন্যায্য দামের টিকিট পাওয়া কঠিন হয়ে পড়ে। মূলত অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে টিকিট মজুতদারি, কালোবাজারি ও প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণেই ১৩ এজেন্সির নিবন্ধন বাতিল করা হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৪

আরো পড়ুন