Ridge Bangla

রাশমিকার আঙুলে নতুন আংটি, গোপনে কি বাগদান করলেন বিজয় দেবরাকোন্ডা?

দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার প্রেমের গুঞ্জন বহুদিন ধরেই ইন্ডাস্ট্রিতে ‘ওপেন সিক্রেট’। যদিও তারা আনুষ্ঠানিকভাবে কখনও নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি, তবে সম্প্রতি আবারও নতুন করে আলোচনায় চলে এসেছে তাদের কথিত বাগদানের বিষয়টি।

সম্প্রতি দুবাই বিমানবন্দরে রাশমিকার আঙুলে নতুন এক আংটি দেখা গেছে। এই আংটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই গুঞ্জন আরও তীব্র হয়েছে যে, বিজয় দেবরাকোন্ডার সঙ্গে রাশমিকা গোপনে বাগদান করে থাকতে পারেন। এখন পর্যন্ত উভয়ই এই বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি।

সম্প্রতি তারা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ৪৩তম ইন্ডিয়া ডে প্যারেডে উপস্থিত ছিলেন। ভারতের স্বাধীনতা দিবসের এই গ্র্যান্ড প্যারেডে তারা গ্র্যান্ড মার্শাল হিসেবে অংশ নেন। পতাকা হাতে হাত নেড়ে জনসমক্ষে শুভেচ্ছা জানানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

দর্শকরা তাদের ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ সিনেমায় একসঙ্গে অভিনয় করা স্মরণ করেন। শোনা যাচ্ছে, নতুন একটি দক্ষিণী সিনেমাতেও রাশমিকা ও বিজয় আবারও জুটি বাঁধতে চলেছেন। ফ্যানদের মধ্যেও কৌতূহল ও উত্তেজনা বিরাজ করছে রাশমিকার আঙুলের আংটি কি সত্যিই একটি গোপন বাগদানের প্রতীক, নাকি শুধুই ফ্যাশন। এই মুহূর্তে এই জুটি সম্পর্কের প্রতিটি পদক্ষেপই সেলিব্রিটি ও দর্শকদের নজর কাড়ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৪

আরো পড়ুন