বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহকে স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। সালমান শাহর প্রয়াণ দিবসে শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট শেয়ার করে কিংবদন্তি অভিনেতার প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) শাকিব খান তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস-এর একটি বিশেষ ফটোকার্ড শেয়ার করেন। ফটোকার্ডে সালমান শাহর তিনটি চিত্রের কোলাজ ব্যবহার করা হয়েছে। ফটোকার্ডে লেখা রয়েছে, ‘স্মরণে অমর নায়ক সালমান শাহ’। শাকিব নিজেও পোস্টে লিখেছেন, “যেখানেই থাকুন, আপনার আত্মার শান্তি কামনা করছি।”
শাকিবের এই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভক্তরা পোস্টে তাদের অনুভূতি ব্যক্ত করতে শুরু করেন। একজন কমেন্ট করেন, “তার মৃত্যুর সময় আমি জন্মাইনি তবুও তিনি আমার বড় ফ্যানের প্রিয় নায়ক।” অন্য একজন লিখেছেন, “প্রতিটি ভক্তের হৃদয়ে চিরকাল অমর থাকবে সেই প্রিয় নায়ক সালমান শাহ।”
সালমান শাহ বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য স্থান অধিকার করেন। তাঁর অভিনয়, রোমান্স এবং কমেডি দক্ষতা দর্শকদের মনে চিরস্থায়ী ছাপ রেখে গেছে। প্রায় তিন দশক পার হলেও, আজও নতুন প্রজন্মের দর্শকও তাঁকে হৃদয়ে ধারণ করে। শাকিব খানের এই শ্রদ্ধাঞ্জলি শুধু একজন সহকর্মীর প্রতি নয়, বরং বাংলা চলচ্চিত্রের অমর কিংবদন্তি সালমান শাহকে স্মরণ করার একটি প্রতীকী বার্তা হিসেবে গণ্য হচ্ছে। এভাবে শিল্পীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করা ঢালিউডের অন্যান্য শিল্পীদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে।