Ridge Bangla

জুলাই জাতীয় সনদ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক

জুলাই জাতীয় সনদ ২০২৫-এর খসড়া চূড়ান্তকরণ এবং এর বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এই বৈঠক তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলে।

সভায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. শরিফ ভূইয়া এবং ব্যারিস্টার ইমরান সিদ্দিক। তাঁরা সনদের চূড়ান্ত খসড়া পর্যালোচনা করেন এবং এর বাস্তবায়নে সাংবিধানিক, আইনগত ও রাজনৈতিক দিকগুলো নিয়ে মতামত তুলে ধরেন।

ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও ড. মো. আইয়ুব মিয়া। এছাড়া জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও সভায় যোগ দেন।

প্রসঙ্গত, জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করার অংশ হিসেবে এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক অনানুষ্ঠানিক বৈঠক করেছে ঐকমত্য কমিশন। সেসব বৈঠকে দলগুলোর কাছ থেকে সনদ বাস্তবায়ন নিয়ে প্রস্তাব ও মতামত নেওয়া হয়। আজকের বৈঠকে রাজনৈতিক দলগুলোর প্রস্তাবগুলোকেও গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৪

আরো পড়ুন