Ridge Bangla

তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন দীঘি

আলোচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি এবং মডেল-চিত্রনায়িকা প্রার্থনা ফারদীন দীঘির প্রেমের গুঞ্জন শোবিজ দুনিয়ায় দীর্ঘ সময় ধরে আলোচনার বিষয় ছিল। সম্প্রতি জানা গেছে, আফ্রিদি বিবাহিত হলেও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ায় তার নাম পুনরায় আলোচনার শীর্ষে উঠে আসে। তার সঙ্গে সম্পর্ক নিয়ে নানা গুঞ্জনও শুরু হয়। এবার এই বিষয়ে স্পষ্টভাবে মুখ খুললেন চিত্রনায়িকা দীঘি।

একটি গণমাধ্যমের আয়োজিত অনুষ্ঠানে দীঘি জানান, তার এবং আফ্রিদির পরিচয় মূলত মাই টিভির একটি প্রোগ্রামের মাধ্যমে। “ওখানেই তার সঙ্গে প্রথম দেখা। এরপর ওই ইস্যু ভাইরাল হয়ে যায়। আমরা কেউই প্রস্তুত ছিলাম না যে এটি এতো বড় হবে।”

শোবিজ মহলে আফ্রিদি নিজেকে দীঘির বয়ফ্রেন্ড দাবি করেছিল এমন গুঞ্জনও ছড়িয়েছিল। দীঘি স্পষ্ট করে বলেন, “আমরা কখনো এরকম কিছু বলিনি। তিনি নিজেও বিষয়টি নিয়ে বেশ স্ট্রিক্ট ছিলেন। যখন বিষয়টি অনেক বড় হয়ে যায়, নিউজের মাধ্যমে আমাদের পরিবারও বিব্রত হয়। আমরা এ ধরনের পার্সোনাল তথ্য প্রকাশের জন্য কখনো প্রস্তুত ছিলাম না।”

দীঘি আরও জানান, পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে প্রায় এক থেকে দেড় বছর তারা একে অপরের সঙ্গে যোগাযোগও বন্ধ রাখেন এবং দেখা করাও বন্ধ থাকে। দীঘির বক্তব্যে বোঝা যায়, এই সম্পর্ক ব্যক্তিগত হলেও শোবিজের চাপে তা অপ্রত্যাশিতভাবে প্রকাশিত হয়েছিল। উল্লেখ্য, দীঘি গুঞ্জন মোকাবিলা করে স্পষ্টভাবে জানিয়েছেন যে, তার ও আফ্রিদির সম্পর্ককে অন্য কোনোভাবে ব্যাখ্যা করা ঠিক নয়।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন