নাচ-গান, মিষ্টিমুখ ও নানা ঐতিহ্যবাহী আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারের বন্দীরা। সোমবার (১৪ এপ্রিল) পয়লা বৈশাখ উপলক্ষে কারাগারের অভ্যন্তরে আয়োজন করা হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বন্দীরা নিজেরাই গান পরিবেশন ও নৃত্যে অংশ নেন।
কারাগার কর্তৃপক্ষের উদ্যোগে সাজানো হয় বিশেষ মঞ্চ, যেখানে বন্দীরা তাদের প্রতিভা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত অন্য বন্দীরা করতালির মাধ্যমে সঙ্গত দেন, এতে কারাগারের পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান জানান, নববর্ষ উপলক্ষে বন্দীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থাও করা হয়। সকালে দেওয়া হয় পান্তা ভাত, ইলিশ, আলু ভর্তা ও অন্যান্য ঐতিহ্যবাহী বাঙালি খাবার। দুপুরে পরিবেশন করা হয় পোলাও, মাংস, ডিম, মিষ্টিসহ নানা মুখরোচক আয়োজন।
তিনি বলেন, “বন্দীদের মাঝে মানবিক মূল্যবোধ ও সংস্কৃতির চর্চা বাড়াতেই এই উদ্যোগ। এতে তাদের মনোবল যেমন বাড়ে, তেমনি সমাজে পুনর্বাসনের প্রস্তুতিও গড়ে ওঠে।”