Ridge Bangla

ফরিদপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি সার বিক্রির অভিযোগ

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারি সার বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের নজরে আসলে ঘটনাটি প্রকাশ পায়। অভিযোগ রয়েছে, চেয়ারম্যানের ঘনিষ্ঠ এক সহযোগী ইউনুস একটি ভ্যানে করে সার বিক্রির চেষ্টা করলে এলাকাবাসীর সন্দেহ হয়। তারা এগিয়ে গেলে ইউনুস ও ভ্যানচালক সার ফেলে পালিয়ে যায়।

সোমবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে কানাইপুর বাজারের একটি দোকানে এই ঘটনা ঘটে। পরে ফরিদপুর থানার পুলিশ এবং কৃষি বিভাগ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৩ বস্তা ইউরিয়া ও ৩ বস্তা ডিএপি (ড্যাপ) সার জব্দ করে।

পাট অধিদপ্তর সূত্র জানায়, কৃষকদের জন্য বিনামূল্যে বরাদ্দকৃত সার ইউনিয়ন পরিষদে পাঠানো হয়েছিল। কানাইপুর ইউনিয়নে ২৪০ জন কৃষকের জন্য এই বরাদ্দ ছিল। তবে বিতরণ বিষয়ে কোনো তথ্য জানেন না ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা লতিফা আক্তার।

স্থানীয়রা জানিয়েছেন, দুপুরের দিকে চেয়ারম্যানের ঘনিষ্ঠ সহযোগী ইউনুস বাজারে এসে সার বিক্রির চেষ্টা করেন। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা জড়ো হয় এবং অভিযুক্তরা পালিয়ে যায়। বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরো পড়ুন