Ridge Bangla

খুলনা সিটির সাবেক কাউন্সিলর নাইমুল ইসলাম খালেদ গ্রেপ্তার

খুলনা সিটি কর্পোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নাইমুল ইসলাম খালেদকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক তৈমুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাইমুল খালেদের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

পরিদর্শক তৈমুর আরও বলেন, “তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) তাকে আদালতে হাজির করা হবে।”

পুলিশ সূত্র জানায়, খালেদের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে, যার মধ্যে কিছু মামলার তদন্ত চলছে। এছাড়া সম্প্রতি অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যাহত করতে তার সন্ত্রাসী সংশ্লিষ্টতার অভিযোগও পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরো পড়ুন