জনপ্রিয় ব্রিটিশ অভিনেত্রী জিন মার্শ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। গত রোববার (১৩ এপ্রিল) তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মুখপাত্র।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এখনো তার মৃত্যুর নির্দিষ্ট কারণ জানা যায়নি। দীর্ঘ ক্যারিয়ারে পর্দা ও মঞ্চে অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী।
১৯৭০-এর দশকে এডওয়ার্ডিয়ান যুগের ইংল্যান্ডের শ্রেণিবদ্ধ সমাজব্যবস্থার প্রেক্ষাপটে নির্মিত এক নাটকে অসাধারণ অভিনয়ের জন্য এমি পুরস্কার অর্জন করেন জিন মার্শ। তার চরিত্রে ছিল সংগ্রাম, মানবিকতা ও সহানুভূতির ছাপ।
হলিউডেও তার দাপুটে উপস্থিতি ছিল। উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ক্লিওপেট্রা, উইলো, আলফ্রেড হিচককের ফ্রেঞ্জি, এবং তিনি অংশ নিয়েছিলেন জনপ্রিয় টিভি সিরিজ ডক্টর হু-তেও।