Ridge Bangla

সালমান খানকে হুমকি দেওয়া যুবক আটক

বলিউড সুপারস্টার সালমান খানকে হুমকি দেওয়ার অভিযোগে গুজরাতের বডোদরা থেকে ২৬ বছর বয়সী ময়াঙ্ক পাণ্ড্য নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে মুম্বাইয়ের ওরলি পরিবহণ দফতরে একটি হুমকি বার্তা পাঠান। বার্তায় তিনি সালমানের গাড়িতে বোমা হামলার হুমকি দেন এবং তার বাসভবনে হামলা চালাবেন বলেও উল্লেখ করেন।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে গুজরাত থেকে অভিযুক্তকে আটক করে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে একটি এফআইআরও দায়ের করা হয়েছে।

সালমান খানের বিরুদ্ধে হুমকি পাওয়া নতুন কিছু নয়। গত কয়েক মাস ধরে একাধিকবার অভিনেতার জীবনের প্রতি হুমকি এসেছে। এবারও সেই ধারাবাহিকতায় অভিনেতার নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এর আগে এক জ্যোতিষী সতর্ক করে বলেন, সালমান খানের ঘনিষ্ঠ কেউই হতে পারে তার জন্য হুমকি—বিশেষত নিরাপত্তারক্ষী কিংবা গৃহকর্মী। তবে সেই বিপদ কাটিয়ে উঠবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

আরো পড়ুন