Ridge Bangla

নতুন রূপে ইমরান হাশমি, আসছে ‘জিরো গ্রাউন্ড’

বলিউড অভিনেতা ইমরান হাশমি মানেই এক সময় চুমুর রাজপাট! রুপালি পর্দায় ‘প্লে বয়’ ইমেজে নায়িকাদের ঠোঁটে ঠোঁট ছুঁইয়ে ‘কিসমি হাশমি’ নামেই পরিচিত ছিলেন তিনি। তবে এবার একদম ভিন্ন মেজাজে দেখা যাবে তাকে। আসছে ইমরানের নতুন ছবি জিরো গ্রাউন্ড’।

এই ছবির মাধ্যমে দীর্ঘ ৩৮ বছর পর কাশ্মীরে কোনও হিন্দি ছবির রেড কার্পেট প্রিমিয়ার হতে চলেছে। এক সময় বলিউডে কাশ্মীর ছিল শুটিং স্পটের অন্যতম গন্তব্য। শিকারা, হাউসবোট আর বরফে মোড়া প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সিনেমার পর্দায় কাশ্মীর ছিল নিয়মিত। কিন্তু সন্ত্রাসবাদের জেরে সেই ধারাবাহিকতা থেমে যায়।

১৮ এপ্রিল ছবির প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। ‘জিরো গ্রাউন্ড’ মূলত কাশ্মীরের সন্ত্রাসবাদ নিয়ে তৈরি একটি বাস্তবভিত্তিক থ্রিলার। ছবিটি ভারতীয় জওয়ান ও সেনা অফিসারদের প্রতি উৎসর্গ করেছেন প্রযোজক ফারহান আখতার ও রীতেশ সিধওয়ানি।

গল্পের কেন্দ্রে রয়েছেন বিএসএফ কমান্ডান্ট নরেন্দ্র নাথ ধর দুবে, যিনি কুখ্যাত গাজী বাবার মৃত্যুদণ্ড কার্যকর অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। এই অভিযানে অংশ নেওয়াকে গত ৫০ বছরের সেরা বলে মনে করা হয় বিএসএফের ইতিহাসে। ইমরান হাশমি এই চরিত্রেই অভিনয় করছেন।

কাশ্মীরে ছবির সিংহভাগ শুটিং হয়েছে। ‘জিরো গ্রাউন্ড’-এর মাধ্যমে দর্শক এবার এক নতুন ইমরান হাশমিকে দেখতে পাবেন, যিনি আগের চিরচেনা রোমান্টিক হিরোর ছাপ ভেঙে বাস্তববাদী চরিত্রে ধরা দেবেন।

আরো পড়ুন