প্রায় দুই দশক পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ফের চালু হচ্ছে শিশু-কিশোরদের প্রতিভা আবিষ্কারের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’। এবারের প্রতিযোগিতার আবেদনের শেষ সময়সীমা পূর্বে ৫ সেপ্টেম্বর নির্ধারিত ছিল। তবে এবার সময়সীমা বাড়ানো হয়েছে।
বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস জানায়, ‘নতুন কুঁড়ি-২০২৫’ এর আবেদনের সময়সীমা ১৩ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর ফলে আঞ্চলিক অডিশনের তারিখ কিছুটা পিছিয়ে যাবে, যা পরবর্তীতে বিটিভির বিভিন্ন মাধ্যমে ঘোষণা করা হবে। এছাড়া সকল হালনাগাদ তথ্য বিটিভি সম্প্রচারে এবং www.btv.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
আগ্রহী প্রার্থীরা btvapplication.com ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন এবং রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। ইতিপূর্বে যারা আবেদন করেছেন, তারা একইভাবে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে পারবেন। তথ্যের জন্য অফিস চলাকালীন সময়ে ০১৩৩২-১২৫১৩৭ ও ০১৩৩২-১২৫১৩৮ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
প্রতিযোগিতার প্রাথমিক বাছাই ১৯টি অঞ্চলে হবে। বিজয়ীরা বিভাগীয় বাছাইয়ে অংশগ্রহণ করবেন, আর চূড়ান্ত ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ঢাকায়। প্রাথমিক বাছাই এলাকায় থাকবে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের বিভিন্ন জেলা।
প্রতিযোগিতা চলবে নবজাতক শিল্পকলা শাখায় ৯টি বিষয়ে—অভিনয়, আবৃত্তি, গল্পবলা/কৌতুক, সাধারণ নৃত্য/উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান/ আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত ও হামদ-নাত। বয়স সীমা: ‘ক’ শাখা ৬–১১ বছর, ‘খ’ শাখা ১১–১৫ বছর। ফাইনাল প্রতিযোগিতা হবে ২–৬ নভেম্বর।
‘নতুন কুঁড়ি’ শিশু-কিশোরদের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিচর্চায় উৎসাহ দেয় এবং দেশের সাংস্কৃতিক অঙ্গনে নতুন তারকার জন্ম ঘটায়।