Ridge Bangla

ব্যাগে গজরা বহনের অভিযোগে বিমানবন্দরে অভিনেত্রী নভ্যা নায়ার আটক

জনপ্রিয় মালয়ালম চলচ্চিত্র অভিনেত্রী নভ্যা নায়ার অস্ট্রেলিয়ার মেলবোর্ন আন্তর্জাতিক বিমানবন্দর এক অনিয়মের অভিযোগে আটক হন। তিনি ওনাম উৎসবে যোগ দিতে গিয়েছিলেন। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, নভ্যা প্রায় ১৫ সেন্টিমিটার লম্বা জুঁইফুলের ‘গজরা’ তার ব্যাগে বহন করছিলেন, যা অস্ট্রেলিয়ার কাস্টমস আইনের বিরুদ্ধে।

এই কারণে তাকে প্রায় ১,৯৮০ অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১.১৪ লাখ ভারতীয় রুপি) জরিমানা প্রদান করতে হয়। এ ঘটনায় সামাজিক ও গণমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

নভ্যা এক জনসভায় জানান, তিনি তার বাবা থেকে জুঁইফুল সংগ্রহ করেন। বাবা এটি দুই ভাগে ভাগ করে দেন। একটি অংশ তিনি কোচি থেকে সিঙ্গাপুর যাওয়ার পথে চুলে পরেন, আর অন্যটি ব্যাগে রাখেন। তিনি বলেন, “আমি জানতাম না এটি আইনবিরোধী। অনিচ্ছাকৃত হলেও ভুল তো ভুলই।”

নভ্যার অভিনয় জীবন শুরু হয় ২০০১ সালে ‘ইস্টম’ সিনেমা দিয়ে। এরপর তিনি ‘কাল্যাণারামন’, ‘গ্রামোফোন’, ‘পান্ডিপ্পাদা’, ‘দৃশ্য’, ‘ওরুথি’, ‘জানকি জানে’ প্রভৃতি ব্যবসাসফল সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। তার অভিনয় ও অভিনয়শৈলীর কারণে দক্ষিণ ভারতের চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে তিনি ব্যাপক পরিচিত।

ঘটনাটি আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। বিশেষত যখন সাধারণ উৎসবের উদ্দেশ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক উপকরণ বহন করা নিয়মবিরোধী বিবেচিত হয়। নভ্যা তার ভুল বোঝাবুঝির ব্যাখ্যা দিয়ে বিষয়টি সমাধান করতে সক্ষম হন, তবে তার ওপর আর্থিক জরিমানা আরোপ করা হয়। এটি প্রমাণ করে, আন্তর্জাতিক ভ্রমণে সংস্কৃতিগত জিনিস বহন করতে গেলে স্থানীয় আইন ও নিয়মের প্রতি সতর্ক থাকা জরুরি।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন