Ridge Bangla

এক প্রেমিকের সঙ্গে পালালেন দুই জা, সংসার শুরুর আগেই গ্রেপ্তার

ভারতের উত্তর ২৪ পরগনার বাগদায় চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। বাড়িতে থাকা সদস্যদের সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে একই প্রেমিকের সঙ্গে পালিয়ে যান কুলচান ও নাজমা নামের দুই গৃহবধূ।

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় দুই ভাই ইয়াসিন শেখ ও আনিসুর শেখের স্ত্রী গত সোমবার বিকেলে নিখোঁজ হন। পরে ভাইদ্বয়ের অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে নামে পুলিশ। তারা অভিযোগ করে জানান, তাদের স্ত্রীরা প্রতিবেশি আরিফ মোল্লার চক্করে পড়ে পালিয়েছেন।

মঙ্গলবার এমন অভিযোগ পেয়ে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে দুই নারীকে আটক করে পুলিশ। তবে তাদের প্রেমিক প্রতিবেশী যুবক আরিফ মোল্লা এখনো পলাতক। তাকে ধরতে অভিযান চলমান রয়েছে।

জিজ্ঞাসাবাদে দুই নারী স্বীকার করেছেন, পালানোর আগে শ্বশুর-শাশুড়ি ও পরিবারের অন্য সদস্যদের চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেন, যাতে কেউ তাদের বাধা দিতে না পারে। পুলিশ জানায়, পলাতক যুবককে ধরতে অভিযান চলছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন