জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আবারও আলোচনায়। লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় পা রাখা বাঁধন নাটক, চলচ্চিত্র ও মডেলিংয়ে অসামান্য অবদানের মাধ্যমে বহু দর্শকের হৃদয় জয় করেছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক সম্মাননা পাওয়া এই অভিনেত্রী গত কয়েক মাস ধরে ছিলেন আড়ালে।
জুলাই আন্দোলনে সোশ্যাল মিডিয়া থেকে রাজপথ—সব জায়গায় সরব থাকলেও, আন্দোলনের পরপরই নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। এবার বাংলা নববর্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন বার্তায় নিজেকে নিয়ে প্রকাশ করলেন মনোভাব।
বাঁধন লিখেছেন,
“হ্যালো, পৃথিবী! শুভ নববর্ষ! আমি এখনো এখানেই আছি। এখনো মায়ের বাড়িতে থাকি, বাবার গাড়ি চালাই। বাইরে জীবন সহজ, কিন্তু ভেতরে নীরবে ভাঙাগড়া চলে। আমি কিছুদিন সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলাম—এবং এটি আমাকে অনেক শান্তি দিয়েছে।”
তিনি আরও বলেন,
“আমার নিজের একটি মন আছে। আমি যে পথে হেঁটেছি, তা সহজ ছিল না—তবে একান্তই আমার। ভুলগুলো স্বীকার করি এবং বেড়ে ওঠাকে সম্মান করি। অন্যের মন্তব্য আমাকে আর বিচলিত করে না। আমি জানি আমি কে, আর কোথা থেকে উঠে এসেছি।”
পোস্টের শেষ অংশে বাঁধন লেখেন,
“কোনো অনুশোচনা নেই। প্রতিটি অভিজ্ঞতা একেকটা শিক্ষা। প্রতিটি পদক্ষেপ আজকের আমিকে গড়েছে। ভবিষ্যতেও এই দৃঢ়তা নিয়ে এগিয়ে যেতে চাই।”
ব্যক্তিগত জীবনে বাঁধন একমাত্র মেয়ে সায়রা আমানি সায়রাকে নিয়ে একক মা হিসেবে জীবনযাপন করছেন। ‘রেহানা মরিয়ম নূর’-এ অভিনয়ের মাধ্যমে তিনি কানে প্রশংসিত হন, এবং পরে বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘খুফিয়া’ ওয়েবফিল্মেও নজরকাড়া অভিনয় করেন।