Ridge Bangla

বড় পর্দায় আসছে ‘মির্জাপুর’

জনপ্রিয় ক্রাইম-থ্রিলার সিরিজ ‘মির্জাপুর’ এবার নতুন রূপে ফিরে আসছে দর্শকদের সামনে। এবার এটি ওটিটি প্ল্যাটফর্মে নয়, সরাসরি বড় পর্দায় মুক্তি পাবে। সিরিজের মূল কাহিনীর ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা। তবে ভক্তদের জন্য অপেক্ষার ধৈর্য রাখতে হবে, কারণ ২০২৫ সালের মধ্যে মুক্তির সম্ভাবনা খুবই কম।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘মির্জাপুর’ সিনেমা ২০২৬ সালের শুরুর দিকে স্ট্রিমিং বা রিলিজ হতে পারে। তবে রিলিজ ডেটকে ঘিরে ইতিমধ্যেই নতুন গুঞ্জন শুরু হয়েছে।

সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্র বাবলু পণ্ডিত এবার নতুন মুখে ধরা দিতে চলেছে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা বিক্রান্ত ম্যাসি ছাড়িয়ে এবার চরিত্রে অভিনয় করতে পারেন ‘পঞ্চায়েত’ খ্যাত জিতেন্দ্র কুমার। গুরগাঁও ফিল্মসিটিতে সিনেমার শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে জিতেন্দ্র শুটিংয়ে যোগ দেবেন বলে শোনা যাচ্ছে।

প্রথমে বাবলু পণ্ডিতের চরিত্রে প্রস্তাব গিয়েছিল বিক্রান্তের কাছে। তবে তিনি এই নতুন সিজনে অংশ নিতে রাজি হননি। বিক্রান্তের ঘনিষ্ঠ সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ‘মির্জাপুর’-এর প্রথম সিজনের গুড্ডু ভাইয়া চরিত্রের মৃত্যু ঘটেছিল। গল্পের স্বার্থে হয়তো বাবলু ভাইয়েরও মৃত্যু হতে পারে। এই কারণেই বিক্রান্ত চরিত্রটি করতে অনিচ্ছুক ছিলেন।

বিক্রান্তের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন সিরিজের দুই প্রযোজক ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি। তারা ইতিমধ্যেই নতুন কাস্টিং ও শুটিং পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করেছেন। দর্শকরা এবার অপেক্ষা করতে পারবেন ‘মির্জাপুর’কে বড় পর্দায় নতুন আঙ্গিকে দেখতে, যেখানে থ্রিলার ও ক্রাইমের সঙ্গে সিনেমার দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল অভিজ্ঞতাও থাকবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন