Ridge Bangla

বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই বিমানবন্দরে বিজয়ের পরিবার

রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘোষণার পর থেকে আলোচনায় আছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। সম্প্রতি শেষ করেছেন তার রাজনৈতিক অ্যাকশনধর্মী ছবি ‘জানানায়গান’-এর শুটিং। এদিকে তিনি বিজেপি ও বিরোধী দলকে সরাসরি সমালোচনা করে রাজনৈতিক অঙ্গনেও সাড়া ফেলেছেন।

তবে এর মাঝেই তার ব্যক্তিজীবন নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে। স্ত্রী সঙ্গীতা সর্ণলিংগমের সঙ্গে বিচ্ছেদের খবর কয়েক মাস ধরে দক্ষিণ ভারতীয় মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। এমন সময়ে সম্প্রতি বিমানবন্দরে একসঙ্গে দেখা গেছে সঙ্গীতা ও তাদের ছেলে জেসন সঞ্জয়কে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে তাদের উপস্থিতি স্পষ্ট। জানা গেছে, মেয়ে দিব্যা শাশাও সঙ্গী ছিলেন, তবে তাকে ছবিতে দেখা যায়নি। দীর্ঘদিন পর বিজয়ের পরিবারের কাউকে জনসম্মুখে পাওয়া গেল।

বিজয় ও সঙ্গীতার বিয়ে হয় ১৯৯৯ সালের ২৫ আগস্ট। সঙ্গীতা মূলত শ্রীলঙ্কান তামিল। প্রথমে তিনি ছিলেন বিজয়ের একনিষ্ঠ ভক্ত, পরে সম্পর্ক গড়ায় প্রেমে এবং অবশেষে বিয়েতে। তবে তাদের বিচ্ছেদের বিষয়ে এখনও কোনও পক্ষ আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। এমনকি অভিনেত্রী তৃষা কৃষ্ণনের নামও গুঞ্জনের সঙ্গে জড়ানো হলেও সেটি অনির্ভরযোগ্য সূত্রের দাবি বলে জানা গেছে।

অন্যদিকে, বিজয়ের ছেলে জেসন সঞ্জয় ইতিমধ্যে চলচ্চিত্রে পা রেখেছেন। তিনি শিগগিরই একটি ক্রীড়া ও অ্যাকশনধর্মী সিনেমা পরিচালনা করতে যাচ্ছেন, যেখানে মুখ্য ভূমিকায় থাকবেন অভিনেতা সুন্দীপ কিশান। এর আগে ছোটবেলায় তিনি বাবার সঙ্গে ‘ভেট্টাইক্কারান’ ও ‘থেরি’ ছবিতে সংক্ষিপ্ত অভিনয় করেছিলেন। এদিকে বিজয়ের নতুন ছবি ‘জানানায়গান’-এ তার সহশিল্পী হিসেবে রয়েছেন পূজা হেগড়ে ও ববি দেওল। সংগীতে থাকছেন অনিরুদ্ধ রবিচন্দর, যিনি এর আগেও বিজয়ের সঙ্গে চারটি জনপ্রিয় ছবিতে কাজ করেছেন। ছবির অডিও উদ্বোধনী অনুষ্ঠান মালয়েশিয়ায় করার পরিকল্পনা রয়েছে বলে শোনা যাচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন