Ridge Bangla

চট্টগ্রামে আবুল খায়ের গ্রুপের পরিবেশকের ২০ লাখ টাকা ছিনতাই, আটক ৪ জন

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মোহরা কাজীরহাট এলাকায় আবুল খায়ের গ্রুপের পরিবেশকের কাছ থেকে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে এ ঘটনায় বাধা দিতে গেলে প্রতিষ্ঠানের কর্মচারী শাহ আলম গুরুতর আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোগ্যপণ্য পরিবেশক রফিক আহমদ সকালে নগদ টাকা নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান ‘রফিক স্টোর’-এ প্রবেশ করেন। তিনি ও শাহ আলম মিলে দোকানের গেট খোলার সময় একদল ছিনতাইকারী হঠাৎ এসে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে শাহ আলমকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এরপর ছিনতাইকারীরা ব্যাগ নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের চেষ্টা চালায় এবং গুলি ছোড়ে। তবে পুলিশ বা স্থানীয় কেউ আহত হননি। স্থানীয়দের সহায়তায় একজনকে ধরে ফেলা সম্ভব হয়। পরে অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করে পুলিশ।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, ঘটনাটি পরিকল্পিত ছিল। ছিনতাইকারীরা ব্যবসায়ীকে লক্ষ্য করে হামলা চালালেও জনতার সহায়তায় দ্রুত অভিযান পরিচালনা করে চারজনকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, রাতের মধ্যেই ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, এ ধরনের ঘটনা উদ্বেগজনক। দিনের আলোতে এভাবে টাকা ছিনতাই শুধু ব্যবসায়ীদের নয়, সাধারণ মানুষের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলছে। তারা দ্রুত অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৪

আরো পড়ুন