Ridge Bangla

নেপালে ‘জেন জি’ প্রজন্মের সাথে শান্তি আলোচনার ডাক সেনাবাহিনীর

নেপালে দুর্নীতিবিরোধী আন্দোলনের জেরে সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির সেনাবাহিনী জেন জি প্রজন্মের বিক্ষোভকারীদের আলোচনায় অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছে। অন্যদিকে ছাত্রনেতারা নতুন দাবির তালিকা প্রস্তুত করছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে জানিয়েছেন তাদের এক প্রতিনিধি।

জানা গেছে, রাজধানী কাঠমান্ডু ও আশপাশে আগামী বৃহস্পতিবার সকাল পর্যন্ত কারফিউ জারি থাকবে। সেনাবাহিনী জানিয়েছে, সহিংসতা ও ভাঙচুরে জড়িতদের কঠোর শাস্তি দেওয়া হবে। এ পর্যন্ত ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছে থেকে ৩১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়। শহরের বিভিন্ন চেকপোস্টে গাড়ির কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে এবং বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে।

এদিকে সহিংসতার ক্ষয়ক্ষতি সামাল দিতে অনেক তরুণ স্বেচ্ছায় রাস্তায় নেমে আসেন। তারা মাস্ক পরে ও হাতে ব্যাগ নিয়ে ভাঙচুরের আবর্জনা পরিষ্কার করছেন। ১৪ বছর বয়সী ক্ষাং লামা বিবিসিকে বলেন, “দুর্নীতি নেপালে বহুদিন ধরেই আছে। এখন পরিবর্তনের সময় এসেছে।”

অপরদিকে আন্দোলনে অংশ নেওয়া ২৪ বছরের পারাশ প্রতাপ হামাল মনে করেন, দেশকে এগিয়ে নিতে স্বাধীন রাজনৈতিক নেতৃত্ব প্রয়োজন। তিনি কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহকে একজন সম্ভাবনাময় নেতা হিসেবে উল্লেখ করেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন