কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি সামরিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি কাতারের জনগণ এবং দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির প্রতি দৃঢ় সংহতি জানান।
বিবৃতিটি গণমাধ্যমে পাঠান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এতে তারেক রহমান বলেন, ইসরায়েলের এ হামলা কেবল কাতারের সার্বভৌমত্বের ওপর আঘাত নয়, বরং আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। তাই সংশ্লিষ্ট আন্তর্জাতিক পক্ষগুলোর উচিত দ্রুত পদক্ষেপ গ্রহণ করা এবং এই অন্যায়ের জন্য জবাবদিহি নিশ্চিত করা।
তারেক রহমান জোর দিয়ে বলেন, বর্তমান সময়ে মানবিক সঙ্কট নিরসনে সবচেয়ে জরুরি বিষয় হলো একটি অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা। পাশাপাশি আটক বন্দিদের মুক্তি ও সাধারণ মানুষের জীবন রক্ষায় বিশ্ব সম্প্রদায়ের ঐক্যবদ্ধ উদ্যোগ নিতে হবে। তিনি মনে করেন, শান্তি ও মানবতার স্বার্থে সব পক্ষের সমঝোতায় পৌঁছানো এখন সময়ের দাবি।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ সব সময় মানবতার পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অমানবিক আগ্রাসন ও সহিংসতার বিরুদ্ধে বিশ্বকে এক কণ্ঠে কথা বলতে হবে।