গুলশান থানার সাবেক ওসি (তদন্ত) আমিনুল ইসলামকে টাঙ্গাইলের মির্জাপুর পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে ওই প্রশিক্ষণ কেন্দ্রে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইল পিটিসিতে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা পৌঁছালে তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর তাকে মির্জাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।
আমিনুল ইসলাম এর আগে ঢাকার গুলশান থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ৫ আগস্ট তিনি গুলশান থেকে বদলি হয়ে টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারে যোগ দেন। যোগদানের কিছুদিন পর তার বিরুদ্ধে ঢাকায় একটি আদালতে পিটিশন মামলা দায়ের হয়। সেই মামলার ভিত্তিতেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন ও ফাইন্যান্স) আবু সাঈদ গণমাধ্যমকে বলেন, “আমাদের কাছে আদালত থেকে গ্রেপ্তারি ওয়ারেন্ট আসে। এরপর নিয়ম অনুযায়ী আমিনুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো আমাদের হাতে আসেনি।”
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ওয়ারেন্ট জারির পর তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছানো হয়। প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে তাকে মির্জাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় স্থানীয় মহলে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। তবে মামলার প্রকৃতি ও অভিযোগের বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।