Ridge Bangla

আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন সিইসি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নিবন্ধিত প্রবাসী ভোটার ও জাতীয় পরিচয়পত্রধারী (এনআইডি) বাংলাদেশিরা এ সুবিধা পাবেন।

সিইসি জানান, প্রবাসীদের ভোটগ্রহণ সহজ করতে ‘পোস্টাল ব্যালট বিডি’ নামে একটি অ্যাপ তৈরি করা হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে বিদেশে অবস্থানরত নাগরিকরা সহজেই নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।

সম্প্রতি কানাডার টরন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল আয়োজিত ‘স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রমের উদ্বোধন এবং প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন। এ সময় প্রবাসী ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার।

অনুষ্ঠানে সিইসি প্রবাসীদের উদ্দেশে বলেন, “বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় আপনাদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নিন।” তিনি প্রবাসীদের ভোটার তালিকাভুক্তি, ভোট প্রদানের প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের সামগ্রিক প্রস্তুতির দিকগুলো তুলে ধরেন।

মতবিনিময় সভায় প্রবাসীরা সিইসির কানাডা সফরে কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি কনস্যুলেটকে ধন্যবাদ জানান এ ধরনের আয়োজনের জন্য। সভায় শতাধিক প্রবাসী অংশ নেন, যাদের মধ্যে ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষাবিদ, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন।

সভা সঞ্চালনা করেন কনসাল জেনারেল মো. ফারুক হোসেন। প্রবাসীরা সিইসির সঙ্গে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর জানার সুযোগ পান।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৪

আরো পড়ুন