Ridge Bangla

এশিয়া কাপের শুরুতেই আমিরাতের ৫৭ রানে অলআউটের রেকর্ড

এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেটের ১৭তম আসরে নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে টুর্নামেন্টের শক্তিশালী প্রতিপক্ষ ভারতের বিপক্ষে খেলতে নেমে ১৩.১ ওভারে মাত্র ৫৭ রানে অলআউট হয়েছে সংযুক্ত আরব আমিরাত। টি-টোয়েন্টি এশিয়া কাপে এটি দ্বিতীয় সর্বনিম্ন দলীয় রেকর্ড।

এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে শারজায় পাকিস্তানের বিপক্ষে ৩৮ রানে অলআউট হয়েছিল হংকং। এখন পর্যন্ত এটিই টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে সর্বনিম্ন রানে অলআউটের রেকর্ড।

বুধবার রাতে এ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভারত ৯৩ বল হাতে রেখে ৯ উইকেটে হারিয়েছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে। এশিয়া কাপের টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি বল হাতে রেখে ম্যাচ জয়ের নতুন রেকর্ড গড়ল ভারত। এর মাধ্যমে নিজেদের ও আফগানিস্তানের পুরনো রেকর্ড ভেঙেছে তারা। ২০১৬ সালে আরব আমিরাতের বিপক্ষে এবং ২০২২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে সমান ৫৯ বল বাকি রেখে জয় পেয়েছিল ভারত ও আফগানিস্তান।

দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল স্বাগতিকরা। ভারতীয় বোলারদের সামলে ৩ ওভারেই ২৫ রান তুলে নেয় সংযুক্ত আরব আমিরাত। উদ্বোধনী জুটিতে ২২ বলে ২৬ রান তোলেন আলিশান শারাফু ও অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম। ১৭ বলে ২২ রান করা শারাফুকে শিকার করে ভারতকে প্রথম সাফল্য এনে দেন পেসার জাসপ্রিত বুমরাহ।

এরপর টানা দুই ওভারে দুই উইকেট হারিয়ে রানের গতি কমে যায়। চতুর্থ ওভারে বুমরাহ মাত্র ১ রান দেন এবং বোল্ড করেন আলিশান শারাফুকে (১৭ বলে ২২)। ভারতের হয়ে কুলদীপ ৭ রানে ৪ উইকেট শিকার করেন, যার মধ্যে ইনিংসের নবম ওভারে ৩ রানে ৩ উইকেট নেওয়া ছিল বিশেষ উল্লেখযোগ্য। আর ৪ রানে ৩ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন দুবে।

জবাবে ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল ২৩ বলে ৪৮ রান তোলেন। জুটিতে ২টি চার ও ৩টি ছক্কায় ১৬ বলে ৩০ রান করে ফেরেন অভিষেক। এরপর বাকী ১০ রান তুলে ভারতের জয় নিশ্চিত করেন গিল ও অধিনায়ক সূর্যকুমার যাদব।

গিল ৯ বলে ২টি চার ও ১টি ছক্কায় ২০ রান এবং সূর্য ৭ রানে অপরাজিত থাকেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৪

আরো পড়ুন