Ridge Bangla

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের আবেদন খারিজ

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। রাজনৈতিক সম্পর্ক যতই শীতল থাকুক না কেন, ক্রিকেটের মাঠে এই দুই প্রতিদ্বন্দ্বীর লড়াই দেখতে মুখিয়ে থাকেন কোটি ভক্ত। তবে এবারের আবহ কিছুটা ভিন্ন। একদিকে পেহেলগাঁওয়ের রক্তাক্ত স্মৃতি, অন্যদিকে সুপ্রিম কোর্টের খেলা চালিয়ে যাওয়ার বার্তা—দ্বন্দ্বে বিভক্ত হয়েছিল জনমত। সেই প্রেক্ষাপটে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে চলমান এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের আবেদন করা হয়।

ভারত-পাকিস্তান এশিয়া কাপের ম্যাচ নিয়ে দ্বন্দ্ব শেষ হচ্ছিল না। দুই দলকে এক গ্রুপে রাখা নিয়েও সমালোচনা চলছিল। ভারতের সুবিধাবঞ্চিত গোষ্ঠীর অধিকার ও স্বার্থ রক্ষার জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (পিআইএল) অনুসারে আদালতের দ্বারস্থ হতে পারেন। সেই পিআইএলেই দেশটির সুপ্রিম কোর্টে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলের আবেদন করা হয়েছিল।

আজ (বৃহস্পতিবার) বিচারক জেকে মহেশ্বরি ও বিজয় বিষ্ণয়ের বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছেন। এতে করে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আর কোনো জটিলতা থাকল না। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, ম্যাচ মাস্ট গো অন।

২০২৫ সালের এশিয়া কাপে ১৪ সেপ্টেম্বর ভারত ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত ম্যাচ বাতিলের জন্য সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। তবে ভারতের শীর্ষ আদালত সেটি খারিজ করে দিয়েছে।

সূচি অনুযায়ী ভারত-পাকিস্তান এশিয়া কাপের ম্যাচ দুবাইয়ে হবে ১৪ সেপ্টেম্বর। সুপ্রিম কোর্টের বিচারপতি মহেশ্বর বলেন, “কী দরকার আছে! এটা একটা ম্যাচ। হতে দিন। ম্যাচটি রোববার মাঠে গড়াবে। এটা নিয়ে আমরা কী করতে পারি? হতে দিন। প্রতিদিন ম্যাচ চলতেই থাকবে। কোনো না কোনো পক্ষ খেলবেই।”

এ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে থাকছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান। দুবাইয়ে গতকাল আরব আমিরাতকে ৯ উইকেটে হারিয়ে ২০২৫ এশিয়া কাপ অভিযান শুরু করেছে ভারত। পাকিস্তান মাঠে নামবে আগামীকাল, মুখোমুখি হবে ওমানের। এর আগে এ বছরের জুলাই-আগস্টে লিজেন্ডস লিগে পাকিস্তানের বিপক্ষে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লিউসিএল) ম্যাচ বয়কট করেছিল ভারত।

উল্লেখ্য, আইনের চার শিক্ষার্থী এই পিটিশন করেছিলেন, যাদের নেতৃত্বে ছিলেন উর্বশী জৈন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন