দুই বাংলাতেই সমানভাবে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ঢালিউড ও টলিউডে নিয়মিত বিভিন্ন সিনেমায় অভিনয় করছেন তিনি। ফলে বাংলাদেশ-ভারত দুই দেশেই তার সমানসংখ্যক ভক্ত রয়েছে। সম্প্রতি কলকাতার একটি অনুষ্ঠানে অংশ নেন জয়া। সেখানে তিনি বাংলাদেশসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তিনি নেটমাধ্যমে মন্তব্য করেছেন।
ভারতীয় গণমাধ্যমকে জয়া বলেন, তার দেশের বিষয়ে অনেক ভুয়া খবর ছড়িয়েছে। তিনি আরও জানান, বাংলাদেশ ক্রমশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। জয়া বলেন, “বাংলাদেশ নিয়ে মানুষের কাছে ভুল বার্তা গেছে। দেশে ছবি তৈরি হচ্ছে না, এমন নয়। বরং আগের মতোই কাজ হচ্ছে। নইলে আমরা বেঁচে আছি কী করে?”
বিনোদন জগত কি আগামিতে অনুসরণকারীর সংখ্যার ওপর নির্ভর করবে, এমন প্রশ্নে জয়া স্পষ্ট জবাব দেন, “আমি তো তেমনটা মনে করি না। আমার অভিনয় আমার অনুসরণকারীর ওপর নির্ভর করে না। পরিচালকদের চোখে আমার অভিনয়ের ভালো-মন্দও এই সবের ওপর নির্ভর করে না। কোনো অভিনেতা বা অভিনেত্রীর কাজের মাপকাঠি তাদের অনুসরণকারী দেখে বিচার করা হয় না।”
যদিও সম্প্রতি গুজব আছে, সমাজমাধ্যমে প্রভাবশালী না হলে নায়িকার কদর কমে যায়। জয়া পুরোপুরি অস্বীকার না করলেও বলেন, “মানুষের জীবনে সমাজমাধ্যমের প্রভাব যথেষ্ট। সেজন্য হয়তো এখন পরিচালকরা এই দিকেও খেয়াল রাখছেন। নায়িকা সমাজমাধ্যমে জনপ্রিয় হলে ছবির বাণিজ্যও বাড়ে।”
জয়া আরও বলেন, “কয়েক মিনিটের ভিডিওতে নেটপ্রভাবী অভিনয় করতে পারে, কিন্তু ছবিতে সফল হতে হলে দীর্ঘ প্রস্তুতি নিতে হয়। এই প্রস্তুতি ছাড়া একজন অভিনেত্রী হওয়া সম্ভব নয়।”