Ridge Bangla

এই সুখে যেন কারও নজর না লাগে: পরীমণি

চিত্রনায়িকা পরীমণি সম্প্রতি তার ব্যক্তিগত জীবনের একটি আবেগঘন মুহূর্ত শেয়ার করেছেন। দুই বছর আগে না ফেরার দেশে পাড়ি জমান তার প্রিয় নানা শামসুল হক গাজী, যিনি ছিলেন পরীর অনুপ্রেরণা ও সহায়ক শক্তি। ঢাকায় থাকাকালে প্রতিদিন পরীমণির ঘরে ফেরার অপেক্ষায় থাকতেন তিনি। এখন সেই ঘর শূন্য, তবে তার প্রতিস্থাপন হয়েছে দুই সন্তান, যারা বর্তমানে তার ঘরে অপেক্ষার অনুরূপ আনন্দ এনে দেয়।

সম্প্রতি ‘রঙিলা কিতাব’-এ অসাধারণ অভিনয়ের জন্য জনপ্রিয় ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড জিতেছেন পরীমণি। সেই অ্যাওয়ার্ডস হাতে পেয়ে বাসায় ফেরার সময় ঘরের দরজা খুলে দেয় তার দুই সন্তান। বিষয়টি অভিনেত্রীকে আবেগপ্রবণ করে তোলে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ফেসবুক ভেরিফায়েড পেজে পরীমণি লিখেছেন, “এখন আমার ঘরের দরজা খুলে দেওয়ার মানুষ তারা। নানাভাই মারা যাওয়ার পর আর কেউ আমার ঘরে ফেরার জন্য অপেক্ষা করেনি এভাবে। গতকাল রাতে যখন আমি অ্যাওয়ার্ড নিয়ে বাসায় ফিরলাম, তখন দরজা খুলেই তারা দু’জন এক ঝাঁপে আমার কোলে উঠে বসল। কী লাগে জীবনে আর!”

এমন আনন্দঘন মুহূর্তের জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও লিখেছেন, “শুকরিয়া খোদা। আমি শুধু আল্লাহর কাছে এখন এই দোয়া করি, যেন এই সুখে কারও নজর না লাগে। আহা! কি সুন্দর পরিপূর্ণ জীবন আমার। রূপকথার মতো সুন্দর। আলহামদুলিল্লাহ।”

পরীমণির এই আবেগঘন পোস্টে স্পষ্টভাবে দেখা যায়, তার জীবনের ছোট ছোট মুহূর্তগুলোই তাকে পরিপূর্ণ আনন্দ দেয়। ব্যক্তিগত সুখ ও পেশাগত সাফল্যের সংমিশ্রণে অভিনেত্রী এখন জীবনকে রূপকথার মতো সুন্দর মনে করছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন