Ridge Bangla

কক্সবাজার পেকুয়ায় নির্জন বাড়ি থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নির্জন একটি বাড়ি থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মগনামা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাপিতার দ্বিয়া এলাকায় অবস্থিত একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত নারী সাবিনা আক্তার জান্নাত প্রকাশ জুলি (৪৫)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার মৃত ছায়েদুল হকের কন্যা। পুলিশ জানিয়েছে, বাড়ির মালিক এহতেশামুল হক চট্টগ্রামে বসবাস করায় সাবিনা ওই বাড়িতে ভাড়া থাকতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মরদেহের অর্ধগলিত অবস্থার কারণে ধারণা করা হচ্ছে, মৃত্যু ঘটেছে অন্তত ৫-৬ দিন আগে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত করা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য নুর মোহাম্মদ জানান, বাড়ি এলাকায় তেমন বাড়িঘর নেই, ফলে সাবিনা অনেকটাই একা এবং নির্জনভাবে বসবাস করতেন। মঙ্গলবার সন্ধ্যায় একজন প্রতিবেশী নারী বাড়িতে গিয়ে দুর্গন্ধ পেয়ে স্থানীয়দের খবর দেন। বিষয়টি জানার পর তিনি পেকুয়া থানার পুলিশকে জানান।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং তা ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, মরদেহের মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের তদন্তে ঘটনার সাথে অন্য কোনো অপরাধমূলক কার্যক্রমের সংশ্লিষ্টতা আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানান, এমন হঠাৎ এবং ভয়াবহ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন