আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, এবার মোট ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৬১৮টি। অতিরিক্তভাবে রাখা হয়েছে আরও ২০টি কেন্দ্র। দ্বাদশ সংসদ নির্বাচনে কেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ১৫০টি, অর্থাৎ এবার তা বেড়েছে ৪৬৮টি।
খসড়া তালিকা নিয়ে আপত্তি বা দাবি জানাতে পারবেন সংশ্লিষ্টরা। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এসব আবেদন গ্রহণ করা হবে। পরবর্তীতে ১২ অক্টোবরের মধ্যে সব দাবি ও আপত্তি নিষ্পত্তি করা হবে। চূড়ান্ত ভোটকেন্দ্র তালিকা প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ অক্টোবর।
আখতার আহমেদ আরও জানান, বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন। প্রতিটি ভোটকেন্দ্র গড়ে তিন হাজার ভোটারের জন্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রগুলোর সঙ্গে প্রয়োজনীয় ভোটকক্ষের সংখ্যাও চূড়ান্ত করা হয়েছে।
তার দেওয়া তথ্য অনুযায়ী, পুরুষ ভোটারের জন্য প্রতি ৬০০ জনে একটি করে কক্ষ এবং নারী ভোটারের জন্য প্রতি ৫০০ জনে একটি কক্ষ নির্ধারণ করা হয়েছে। এই হিসাবে পুরুষ ভোটারের জন্য বরাদ্দ হয়েছে ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি কক্ষ এবং নারী ভোটারের জন্য ১ লাখ ২৯ হাজার ১০৭টি কক্ষ। সব মিলিয়ে আসন্ন নির্বাচনে মোট ভোটকক্ষের সংখ্যা দাঁড়াবে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি।
ইসি সচিব আশা প্রকাশ করেন, ভোটকেন্দ্রের তালিকা প্রকাশের মধ্য দিয়ে নির্বাচন প্রস্তুতি আরেক ধাপ এগিয়ে গেল।