Ridge Bangla

মার্কিন শুল্কের পরও ঘুরে দাঁড়াচ্ছে জাপানের অর্থনীতি

মার্কিন শুল্ক আরোপের পরেও ভোক্তা ব্যয়ের প্রবৃদ্ধির জোরে জাপানের অর্থনীতি এপ্রিলে থেকে জুন পর্যন্ত সময়ে উল্লেখযোগ্যভাবে ঘুরে দাঁড়িয়েছে। ক্যাবিনেট অফিসের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, বাস্তব স্থূল দেশজ উৎপাদন (জিডিপি) বার্ষিক ভিত্তিতে ২.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা গত মাসের প্রাথমিক ১ শতাংশ অনুমানের তুলনায় দ্বিগুণেরও বেশি। ত্রৈমাসিক হিসেবে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ০.৫ শতাংশে। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা ব্যয় ও মজুদ বৃদ্ধি এ উন্নতির মূল কারণ।

তবে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির কারণে এই ইতিবাচক প্রবৃদ্ধির পরেও দেশটির অর্থনীতিতে শঙ্কা তৈরি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে জাপানি গাড়ি ও অন্যান্য পণ্যের ওপর শুল্ক ২.৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে, যা রপ্তানিনির্ভর জাপানি অর্থনীতির জন্য বড় ধাক্কা হয়ে দেখা দিতে পারে।

অপরদিকে, প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার পদত্যাগের ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনেও অস্থিরতা দেখা দিয়েছে। জুলাই মাসের নির্বাচনে পরাজয়ের পর ইশিবা দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীনভাবে দায়িত্ব পালন করবেন। তবে এই রাজনৈতিক অনিশ্চয়তা সত্ত্বেও শেয়ারবাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। সোমবার সকালে টোকিওর নিক্কেই ২২৫ সূচক ১.৪ শতাংশ বৃদ্ধি পায়। বিশ্লেষকরা মনে করছেন, স্বল্পমেয়াদে বাজারে অস্থিরতা থাকলেও নতুন নেতৃত্ব গঠনের পর পরিস্থিতি স্থিতিশীল হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন