ইসরায়েলের দখলকৃত জেরুজালেমে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় অন্তত ছয়জন নিহত ও ছয়জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে রামত জংশন এলাকায় একটি ব্যস্ত বাসস্ট্যান্ডে দুই বন্দুকধারী এ হামলা চালায়। হামলাকারীরা ফিলিস্তিনি বলে অভিযোগ ইসরায়েলি পুলিশের। তাদের তথ্য অনুযায়ী, একটি গাড়িতে আসা দুই সন্ত্রাসী নির্বিচারে গুলি চালায়। পরে ঘটনাস্থলে উপস্থিত এক সেনা ও এক বেসামরিক ব্যক্তি পাল্টা গুলি চালিয়ে তাদের হত্যা করে।
ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস মাগেন ডেভিড আদম জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন পুরুষের বয়স ত্রিশের ঘরে, একজন নারী ও একজন পুরুষের বয়স পঞ্চাশের বেশি। আহত আটজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একে সন্ত্রাসবিরোধী যুদ্ধে নতুন ধাপ বলে উল্লেখ করেন। তিনি জানান, হামলাকারীদের গ্রাম ঘিরে সেনা অভিযান চলছে। হামলার দায় এখনো কোনো সংগঠন স্বীকার করেনি, তবে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এ ঘটনাকে প্রতিরোধ বলে আখ্যা দিয়েছে। এদিকে ইউরোপের দুই দেশ ফ্রান্স ও জার্মানি এই হামলার নিন্দা জানিয়েছে।