Ridge Bangla

পটুয়াখালীতে যৌথ অভিযানে ১,৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

পটুয়াখালীর নিউমার্কেট এলাকায় কোস্ট গার্ড ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ হাজার ৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা।

কোস্ট গার্ড পটুয়াখালী স্টেশনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে অবৈধভাবে পলিথিন মজুত ও বাজারজাত করা হচ্ছিল। এ সংক্রান্ত তথ্যের ভিত্তিতেই কোস্ট গার্ড ও পরিবেশ অধিদপ্তরের যৌথ দল অভিযান চালায়। অভিযানে উদ্ধার করা সব পলিথিন পরবর্তী সময়ে ধ্বংসের জন্য পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, নিষিদ্ধ পলিথিন পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এটি মাটি, পানি ও জীববৈচিত্র্যের ক্ষতি করে। তাই এ ধরনের অবৈধ মজুত ও বিক্রি বন্ধ করতে কোস্ট গার্ড সর্বদা সজাগ রয়েছে। ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

প্রসঙ্গত, দেশে বহু আগেই পাতলা পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারপরও বিভিন্ন জায়গায় গোপনে এই ক্ষতিকর পণ্য বাজারজাত করা হচ্ছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পরিবেশ অধিদপ্তর নিয়মিত অভিযান চালাচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৪

আরো পড়ুন