Ridge Bangla

মৌসুমি বায়ু সক্রিয়, ৪ বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা

বাংলাদেশে মৌসুমি বায়ু সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি শক্তি সঞ্চয় করেছে। এ কারণে আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে প্রকাশিত নিয়মিত আবহাওয়া বার্তায় বলা হয়েছে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য কিছু এলাকায়ও বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, উল্লিখিত চার বিভাগে কোথাও কোথাও ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলেও বৃষ্টি হতে পারে।

এ ছাড়া সারাদেশেই দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায়ও আবহাওয়ার এই ধারা বজায় থাকতে পারে। তবে পাঁচ দিনের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসবে বলে জানায় আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর সক্রিয় অবস্থার কারণে সেপ্টেম্বরের এই সময়ে ভারী বর্ষণ স্বাভাবিক। তবে পাহাড়ি এলাকায় অতিবৃষ্টি ভূমিধস ও জলাবদ্ধতার ঝুঁকি তৈরি করতে পারে। সেই সঙ্গে নগর অঞ্চলেও জলাবদ্ধতার সমস্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন তারা।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন