Ridge Bangla

ভারতবিরোধিতার কারণেই ক্ষমতা হারালাম: কেপি ওলি

নেপালের সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি অভিযোগ করেছেন, ভারতের বিরোধিতা করায় তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে। মঙ্গলবার দেশজুড়ে বিক্ষোভ ও সহিংস পরিস্থিতির মধ্যে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হন।

পদত্যাগের পর গুঞ্জন ওঠে, ওলি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তবে তিনি এখনও নেপালেই অবস্থান করছেন, রাজধানীর শিবপুরি সেনা ব্যারাকে নিরাপত্তার মধ্যে আছেন। বুধবার নিজের দলের মহাসচিবকে পাঠানো এক চিঠিতে তিনি সরাসরি ভারতকেই তার ক্ষমতাচ্যুতির জন্য দায়ী করেন।

চিঠিতে ওলি উল্লেখ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিধিনিষেধ আরোপ ও দেশের বিভিন্ন স্থানে সহিংসতার জেরে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। তিনি দাবি করেন, ভারতের নীতির বিরোধিতা না করলে হয়তো ক্ষমতায় টিকে থাকতে পারতেন। তার বক্তব্য অনুযায়ী, নেপালের অযোধ্যায় ভগবান রামের জন্ম হয়েছে বলে যে মন্তব্য তিনি করেছিলেন, সেটিও তাকে পদত্যাগের দিকে ঠেলে দেয়।

তিনি আরও লেখেন, “আমি দৃঢ়ভাবে বলেছি, লেপুলেখ, কালাপানি ও লিম্পিয়াধুরা নেপালের অংশ। এ অবস্থান থেকে সরে গেলে হয়তো সহজ পথ বেছে নিতে পারতাম, সুবিধাও পেতাম। কিন্তু আমি রাষ্ট্রের স্বার্থে আপস করিনি।”

নিজেকে একগুঁয়ে স্বভাবের মানুষ উল্লেখ করে তিনি বলেন, জেদের কারণেই বিদেশি চাপের মুখে নেপালের সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন ছিলেন। ওলির দাবি, তার ভারতবিরোধী অবস্থান এবং জাতীয় স্বার্থে নেয়া কঠোর সিদ্ধান্তগুলোর কারণেই তিনি শেষ পর্যন্ত ক্ষমতা হারিয়েছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৪

আরো পড়ুন