Ridge Bangla

বক্তৃতা মঞ্চেই গুলিতে নিহত মার্কিন ভাষ্যকার চার্লি কার্ক

মার্কিন রক্ষণশীল রাজনীতির তরুণ নেতা ও টার্নিং পয়েন্ট ইউএসএর সহ-প্রতিষ্ঠাতা চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) উটাহ অঙ্গরাজ্যের ওরেম শহরে ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটির ক্যাম্পাসে বক্তৃতা দেওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, বক্তব্য রাখার মাঝেই হঠাৎ গুলির শব্দ শোনা যায়। মুহূর্তেই কার্ক গলায় হাত দিয়ে মঞ্চে লুটিয়ে পড়েন। ভিড়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, কয়েক হাজার দর্শক দ্রুত দৌড়ে স্থান ত্যাগ করেন। আরেকটি ভিডিওতে দেখা যায়, তার গলা থেকে রক্ত ঝরছে এবং আশপাশের লোকজন চিৎকার করছে।

এফবিআই জানিয়েছে, হামলার পর সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। এক্স প্ল্যাটফর্মে এফবিআই পরিচালক কাশ প্যাটেল লিখেছেন, “আজকের ভয়াবহ ঘটনায় চার্লি কার্ক নিহত হয়েছেন। সংশ্লিষ্ট ব্যক্তি এখন হেফাজতে রয়েছে। স্থানীয় ও রাজ্য কর্তৃপক্ষকে সহায়তার জন্য ধন্যবাদ।”

মাত্র ৩১ বছর বয়সী চার্লি কার্ক দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্মের মধ্যে রক্ষণশীল মূল্যবোধ ছড়িয়ে দিতে কাজ করছিলেন। তিনি “দ্য আমেরিকান কমব্যাক ট্যুর” নামে দেশব্যাপী সফর করছিলেন, যেখানে বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়ে বক্তৃতা দিতেন এবং তরুণদের রাজনীতিতে সক্রিয় হতে উৎসাহিত করতেন।

কার্কের মৃত্যুর খবরে যুক্তরাষ্ট্রজুড়ে রাজনৈতিক অঙ্গনে শোক নেমে এসেছে। রক্ষণশীল শিবিরের অনেক নেতা ও অনুসারীরা একে মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত বলে উল্লেখ করেছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৪

আরো পড়ুন