Ridge Bangla

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর ও পদত্যাগের নতুন নীতিমালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের স্বেচ্ছায় অবসর কিংবা পদত্যাগের ক্ষেত্রে নতুন নীতিমালা চালু করা হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জি এম মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পদত্যাগ বা স্বেচ্ছায় অবসরের সময় সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রয়োজনীয় ছাড়পত্র সংগ্রহ করে তা আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। আদেশে আরও বলা হয়, আবেদনপত্রে উল্লেখিত তারিখ থেকেই স্বেচ্ছা অবসর বা পদত্যাগ কার্যকর হবে।

বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সর্বোচ্চ ৬৫ বছর বয়স পর্যন্ত চাকরিতে থাকেন এবং এরপর পেনশন সুবিধা পান। অন্যদিকে, অধিকাংশ সরকারি দপ্তরে কর্মকর্তা-কর্মচারীরা ৫৯ বছর বয়সে অবসরে গেলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই সীমা ৬২ বছর।

আরো পড়ুন