নববর্ষের আনন্দের মধ্যেই বাড়তি খরচের ধাক্কা খেলেন রাজধানীর সাধারণ ক্রেতারা। হঠাৎ করেই পেঁয়াজের বাজারে আগুন। গত দুই দিনে প্রতি কেজিতে বেড়েছে ১০ টাকারও বেশি।
বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, যেখানে কয়েক দিন আগেও প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৪৫-৫০ টাকায়, সেখানে এখন দাম ৫৫-৬০ টাকার ঘরে। অনেক জায়গায় এর চেয়েও বেশি। ব্যবসায়ীরা বলছেন, মৌসুমে থাকার পরও সরবরাহে ঘাটতির কারণেই এই মূল্যবৃদ্ধি।
ঢাকার খুচরা বাজারে সবচেয়ে বেশি পেঁয়াজ আসে ফরিদপুর থেকে। সেখানকার উৎপাদন ও সরবরাহে ধীরগতির প্রভাব পড়েছে বাজারে। পাইকাররা জানাচ্ছেন, কৃষকদের কাছ থেকে পেঁয়াজ তুলতে এখন বেশি টাকা গুনতে হচ্ছে। ফলে তার প্রভাব পড়ছে খুচরা পর্যায়েও।
ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ স্বাভাবিক না হলে সামনে পেঁয়াজের দাম আরও বাড়তে পারে। নববর্ষের কেনাকাটা ও ঘরোয়া উৎসবের বাজারে বাড়তি পেঁয়াজের চাহিদাও এই বাড়তির অন্যতম কারণ।