রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়। সোমবার (৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম।
র্যাব জানায়, সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, খুন ও সশস্ত্র হামলার ঘটনা বেড়ে গেছে। এসব ঘটনায় সন্ত্রাসীরা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ব্যবহার করছে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। এ অবস্থায় র্যাব-১ এর গোয়েন্দা ও আভিযানিক দল নিয়মিত চেকপোস্ট ও বিশেষ অভিযান চালাচ্ছে।
এরই ধারাবাহিকতায় রোববার (৭ সেপ্টেম্বর) রাতে খিলক্ষেত থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঢাকা রিজেন্সি হোটেলের সামনে বিশেষ চেকপোস্ট বসানো হয়। সেখানে সন্দেহভাজন একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালিয়ে চারজনকে আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন মো. গোলাম মাওলা কায়েছ (৫৭), মো. নাসিম রেজা (৩০), মো. আবুল কালাম আজাদ (৪০) ও মো. পিয়ার হোসেন (৪২)। তাদের মাইক্রোবাস থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় পিস্তল, একটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, দুটি ওয়ান শ্যুটার, দুটি কার্তুজ, চারটি মোবাইল ফোন, একাধিক সিমকার্ড ও নগদ ৪২ হাজার টাকা।
র্যাব জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি তারা কোনো সংঘবদ্ধ অপরাধচক্রের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।