কাতারের রাজধানী দোহায় হামাসের শীর্ষ নেতৃবৃন্দকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে হামাসের এক কর্মকর্তা জানান, তারা যখন আলোচক দলের সদস্যদের নিয়ে বৈঠক করছিলেন তখন এই হামলার ঘটনা ঘটে। তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দোহারের উত্তরাঞ্চলীয় কাটারা জেলায় একটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা গেছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামাসের ওই নেতারা ২০২৩ সালের ৭ অক্টোবরের ইসরায়েলি ভূখণ্ডে হামলার জন্য সরাসরি দায়ী এবং গাজায় চলমান যুদ্ধ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তবে দেশের অভ্যন্তরে এমন হামলার ঘটনায় কাতার তীব্র নিন্দা জানিয়েছে। একে কাপুরুষোচিত হামলা হিসেবে উল্লেখ করেছে দেশটি। কাতার সরকারের পক্ষ থেকে জানানো হয়, আবাসিক ভবনে এ ধরনের আঘাত আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল, এতে হামাসের রাজনৈতিক ব্যুরোর একাধিক সদস্যের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ ঘটনার পর কূটনৈতিক উত্তেজনা আরও বেড়ে যেতে পারে, বিশেষ করে যখন কাতার হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতার ভূমিকা পালন করে আসছে।