Ridge Bangla

ডাকসু নির্বাচনে ১৬ হলের ফল, বড় ব্যবধানে এগিয়ে সাদিক-ফরহাদ-মহিউদ্দিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের এখন পর্যন্ত ১৬টি হলের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে ভিপি পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দীন খান বড় ব্যবধানে এগিয়ে আছেন।

রিটার্নিং কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, ১৬ হলের মোট ফলাফলে ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ১২,৬৭৪ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম পেয়েছেন ৫,২২১ ভোট। জিএস পদে ফরহাদ পেয়েছেন ৯,৭৪১ ভোট, যেখানে ছাত্রদলের তানভীর বারী হামিম পেয়েছেন ৪,৮৭৫ ভোট।

ফলাফলে দেখা যায়, সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১,২৭০ ভোট, রোকেয়া হলে ১,৪৭২ ভোট এবং শহীদুল্লাহ হলে ৯৬৬ ভোট পেয়েছেন। অমর একুশে, শামসুন্নাহার, জিয়া, স্যার এফ রহমান, বিজয় একাত্তর ও শেখ মুজিব হলসহ অধিকাংশ হলে তিনি এগিয়ে রয়েছেন। তবে ব্যতিক্রম ঘটেছে জগন্নাথ হলে, যেখানে ভিপি পদে ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম ১,২৭৬ ভোটে এগিয়ে আছেন, আর সাদিক কায়েম পেয়েছেন মাত্র ১০ ভোট।

জিএস পদে বেশিরভাগ হলে শিবির সমর্থিত ফরহাদ এগিয়ে থাকলেও জগন্নাথ হলে এগিয়ে আছেন বাম সমর্থিত মেঘ মল্লার বসু। তবুও সামগ্রিকভাবে ফরহাদ স্পষ্ট ব্যবধানে শীর্ষে রয়েছেন।

এদিকে, ক্যাম্পাসজুড়ে ফলাফল নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ও উৎকণ্ঠা বিরাজ করছে। চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় এখন সবার দৃষ্টি সিনেট ভবনের দিকে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন