Ridge Bangla

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির তিন দিনে ৫৭১৯ মামলা

রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত তিন দিনে ৫ হাজার ৭১৯টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। একই অভিযানে ৮৬৬টি গাড়ি ডাম্পিং এবং ৩২০টি গাড়ি রেকার করা হয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতি, শুক্র ও শনিবার রাজধানীর বিভিন্ন সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা এবং আইন অমান্যকারীদের নিয়ন্ত্রণে আনতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ডিএমপি জানায়, ট্রাফিক আইন ভঙ্গের ফলে দুর্ঘটনা ও জনদুর্ভোগ বাড়ছে। তাই নগরবাসীর নিরাপদ চলাচল নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ছাড়া সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নাগরিকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ট্রাফিক বিভাগ নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করবে। ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেছে ডিএমপি।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন