Ridge Bangla

উন্নতি নেই নুরের, সিঙ্গাপুরে নেওয়ার পরিকল্পনা

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, নুরের অবস্থা আশঙ্কাজনক নয়, তবে আগের মতোই রয়েছে। উন্নতি না হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

রোববার (৭ সেপ্টেম্বর) রাতে নুরের শারীরিক অবস্থা সম্পর্কে সাংবাদিকদের এ তথ্য দেন তিনি। আবু হানিফ বলেন, “নুরের চোয়াল ও নাকের হাড় ভেঙে গেছে। সর্দি বেড়েছে এবং হাঁটার সময় ভারসাম্য রাখতে কষ্ট হচ্ছে। এমনকি ওষুধ খাওয়া নিয়েও মাঝে মাঝে বিভ্রান্ত হচ্ছেন। কথা বলার সময়ও সমস্যায় পড়ছেন।”

তিনি আরও বলেন, চিকিৎসকদের পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে। তবে অবস্থার উন্নতি না হলে চলতি সপ্তাহেই নুরকে সিঙ্গাপুর নেওয়া হতে পারে। এ নিয়ে পরিবারের সদস্য ও দলের নেতারা ইতোমধ্যে আলোচনা শুরু করেছেন। গত সপ্তাহে বিজয়নগরে সংঘর্ষে নুরসহ গণঅধিকার পরিষদের কয়েকজন নেতাকর্মী আহত হন। এর পর থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন। দলের নেতারা বলছেন, নুরের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন