Ridge Bangla

বাগেরহাটে হরতালে ভোগান্তিতে যাত্রীরা

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কারণে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে শহরের ১৬টি রুটে দূরপাল্লার কোনো বাস চলাচল করেনি। জরুরি প্রয়োজনে যারা পথে নেমেছেন, তাদের গুনতে হচ্ছে তিন-চার গুণ বাড়তি ভাড়া। শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, দশানী মোড়, খান জাহান আলী (রহ.) মাজার মোড়, মুনিগঞ্জ সেতু ও দরটানা টোল প্লাজায় দেখা গেছে, দূরপাল্লার পরিবহন সম্পূর্ণ বন্ধ। তবে সীমিত আকারে ব্যাটারি চালিত ইজিবাইক, রিকশা ও ভ্যান চলেছে।

যাত্রী ফারুক হোসেন বলেন, “জরুরি কাজে ঢাকায় যেতে হবে, কিন্তু বাস বন্ধ থাকায় যেতে পারছি না। বিকল্প পথে গেলে ভাড়া অনেক বেড়ে যায়। সাধারণ মানুষই বেশি ভোগান্তিতে পড়ি।”

বাগেরহাট যুব দলের সাবেক সভাপতি ফকির তারিকুল হাসান হরতালের কারণ ব্যাখ্যা করে বলেন, “আসন কমানোর সিদ্ধান্ত জনগণের স্বার্থবিরোধী। শান্তিপূর্ণ হরতালের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি। জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে।”

জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম বলেন, “নির্বাচন কমিশনের অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে শান্তিপূর্ণ হরতাল পালন করা হচ্ছে। জনগণের স্বার্থ রক্ষার জন্য আমরা এই কর্মসূচি নিয়েছি।”

হরতালের কারণে শহরের অধিকাংশ দোকানপাটও বন্ধ রয়েছে। জেলা নির্বাচন অফিস, জেলা প্রশাসকের কার্যালয় ও জজ আদালতসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন