ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে রানের ব্যবধানে এত বড় জয় আগে কখনো দেখেনি ক্রিকেট বিশ্ব। রোববার (৭ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচে সর্বোচ্চ রানের ব্যবধানে জয় দেখলো ওয়ানডে ক্রিকেট।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই খেলায় হেরে আগেই সিরিজ হাতছাড়া করে ইংল্যান্ড। আজ তৃতীয় ও শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে নেমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে রেকর্ড পঞ্চম সর্বোচ্চ ৪১৪ রান করে ইংল্যান্ড। জবাবে আর্চারের গতির ঝড় আর আদিল রশিদের ঘূর্ণিতে মাত্র ৭২ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। পায়ের চোটে ব্যাটিংয়ে নামতে পারেননি টেম্বা বাভুমা। তাই ৯ উইকেটে থামে তারা।
রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকাকে ২০.৫ ওভারে ৭২ রানে অলআউট করে ৩৪২ রানের বিশাল জয়ে বিশ্ব রেকর্ড গড়ে ইংল্যান্ড ক্রিকেট দল। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটাই রানের দিক থেকে সবচেয়ে বড় জয়। এর আগে ২০২৩ সালে শ্রীলংকাকে ৩১৭ রানের ব্যবধানে হারায় ভারত। এতদিন ওয়ানডে ক্রিকেটে সেটাই ছিল সবচেয়ে বড় রানের রেকর্ড। আজ ভারতের সেই রেকর্ড ভেঙে দিল ইংরেজরা। অপরদিকে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটিই সর্বোচ্চ রানের পরাজয়।
রোববার ইংল্যান্ডের সাউদাম্পটনে টস হেরে প্রথমে ব্যাট করে স্বাগতিকরা। তিন নম্বরে ব্যাট করতে নেমে দারুণ একটি সেঞ্চুরি তুলে নেন জো রুট, আউট হয়েছেন ৯৬ বলে ১০০ রান করে। জ্যাকব বেথেলেও সেঞ্চুরির দেখা পেয়েছেন। ৮২ বলে ১১০ রানে আউট হন তিনি। শেষদিকে ৩২ বলে ৬২ রানে অপরাজিত থাকেন জস বাটলার। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৪১৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে ইংরেজদের এটা সর্বোচ্চ রানের ইনিংস।
ওয়ানডে ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪১৪ রান; ইংল্যান্ডের পঞ্চম সর্বোচ্চ রানের ইনিংস। ব্রিটিশরা ওয়ানডেতে রেকর্ড সর্বোচ্চ ৪৯৮, ৪৮১ ও ৪৪৪ রানের রেকর্ড গড়ে। ওয়ানডেতে চতুর্থ সর্বোচ্চ ৪৪৩ রান করে শ্রীলংকা।
এই হারের মাধ্যমে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে রানের হিসেবে সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়ের লজ্জা এখন দক্ষিণ আফ্রিকার। ১০ সেপ্টেম্বর কার্ডিফে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আবার মুখোমুখি হবে এই দুই দল।