Ridge Bangla

ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হলেও ফ্যাসিবাদী ব্যবস্থা বহাল: সিপিবি নেতা

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কিশোরগঞ্জ জেলা শাখার ১৩তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন হয়। এসময় জাতীয় পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কাজী সাজ্জাদ জহির চন্দন এবং দলীয় পতাকা উত্তোলন করেন জেলা সভাপতি আবদুর রহমান রুমী। সম্মেলন উপলক্ষে শহরে লাল পতাকা মিছিল বের করা হয়, যেখানে বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা অংশ নেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটেছে। লক্ষাধিক মানুষ এ আন্দোলনে অংশ নিয়েছে, সহস্রাধিক প্রাণ হারিয়েছে, হাজারো মানুষ পঙ্গু হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন হয়নি। এখনও সেই লুটেরা গোষ্ঠী, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিদেশি শক্তি দেশকে ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।

তিনি বলেন, বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন থেকে জনগণকে বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত হয়েছে, চার মূলনীতিকে মুছে ফেলার অপচেষ্টা চলছে। কৃষক-শ্রমিক-ক্ষেতমজুরের পাশে দাঁড়িয়েই কেবল বৈষম্যমুক্ত সমাজ গড়া সম্ভব।

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, এই সরকার মূলত ধনিক শ্রেণী ও সাম্রাজ্যবাদের স্বার্থ রক্ষা করছে। তাদের প্রধান দায়িত্ব হওয়া উচিত অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। কিন্তু এর বদলে তারা নানা সংস্কারের উদ্যোগ নিয়েছে, যেখানে কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য সংস্কারের মতো জরুরি বিষয়ে কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। তিনি জোর দিয়ে বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার উচ্ছেদ ছাড়া সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন