Ridge Bangla

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি, নিরাপত্তা শঙ্কায় বুলবুল

আগামী অক্টোবরে আসন্ন বিসিবি নির্বাচনকে ঘিরে নিরাপত্তা শঙ্কায় পড়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ কারণে তার নিরাপত্তায় গানম্যান নিয়োগের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিসিবি।

আগামী অক্টোবরের নির্বাচনে ঢাকা বিভাগ কিংবা জেলা কাউন্সিলর হয়ে পরিচালক পদে লড়ার সম্ভাবনা রয়েছে জাতীয় দলের সাবেক এই অধিনায়কের। নির্বাচনে অংশ না নিতে তাকে চাপ দেওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। অজ্ঞাত নম্বর থেকে ফোনে ভয়ভীতি দেখানোয় নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়েছেন তিনি।

বিসিবি নির্বাচন ঘিরে গত কিছুদিন ধরেই সরগরম ক্রিকেটপাড়া। তবে বিসিবি সভাপতিকে হুমকি দেওয়ার ঘটনা নজিরবিহীন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বুলবুল নিজেই জানিয়েছেন, সম্প্রতি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে তাকে হুমকি দেওয়া হয়েছে। অজ্ঞাত ব্যক্তি ফোন করে তাকে নির্বাচন না করার পরামর্শ দেন এবং স্পষ্টভাবে বলেন, “ইলেকশন না করলে ভালো হয়।” এই ঘটনার পর থেকেই আতঙ্কে আছেন বিসিবি সভাপতি।

এই ঘটনায় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর চিঠি পাঠান। সেখানে বলা হয়, আসন্ন পরিচালনা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সভাপতির নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। কারণ আমিনুল ইসলামকে বোর্ডের কর্মকাণ্ড পরিচালনায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত যাতায়াত করতে হয়। এতে তার নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। তাই যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গানম্যান নিয়োগ প্রয়োজন।

এদিকে, বিসিবি নির্বাচনকে ঘিরে ক্রিকেট অঙ্গনে উত্তেজনা বাড়ছে। আগামী ৪ অক্টোবর পরিচালনা পরিষদের ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে আমিনুল ইসলাম বুলবুল ছাড়াও সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও ফারুক আহমেদ অংশ নেবেন বলে ঘোষণা দিয়েছেন। ফলে প্রতিদ্বন্দ্বিতা যে হাড্ডাহাড্ডি হবে, তা এখনই আঁচ করা যাচ্ছে।

উল্লেখ্য, দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর ফারুক আহমেদ বিসিবি সভাপতি হয়েছিলেন। ৯ মাস পর তাকে সরিয়ে দেয় সরকার। এরপর এনসিএ কোটায় আমিনুল ইসলাম বুলবুল সভাপতির আসনে বসেন। আগামী ৪ অক্টোবরের নির্বাচনে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে জাতীয় দলের সাবেক এই অধিনায়কের।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন