Ridge Bangla

রানওয়েতে বসে প্রস্রাব ভারতীয়র, ভিডিও ভাইরাল

আর কিছুক্ষণ পর বিমান ছাড়বে, ঠিক আগ মুহূর্তে এক বৃদ্ধকে বিমানের রানওয়ের পাশে বসে প্রস্রাব করতে দেখা গেছে। এই অপ্রত্যাশিত দৃশ্য ক্যামেরাবন্দি করেন একজন পাইলট। ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের দ্বারভাঙা বিমানবন্দরে। সেই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে দেখা যায়, সাদা ধুতি-পাঞ্জাবি পরা একজন বৃদ্ধ বিমান থেকে মাত্র কয়েক মিটার দূরে রানওয়ের পাশে বসে প্রস্রাব করছেন। আর যাত্রীরা বিমানে ওঠার জন্য লাইন করে দাঁড়িয়ে আছেন। বিমানের ককপিটে থাকা পাইলটের চোখে বৃদ্ধের কীর্তি ধরা পড়তেই হেসে ওঠেন তিনি।

ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘আদর্শ আনন্দ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতোমধ্যেই বহু মানুষ দেখেছেন ৯ সেকেন্ডের সেই ভিডিও।

ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বিষয়টিকে মজার ছলে দেখলেও, অনেকেই বৃদ্ধের আচরণকে অসভ্যতা ও নিয়মবহির্ভূত বলছেন। তবে এই ভাইরাল ভিডিও নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। ভিডিওটি কোন বিমানের ককপিট থেকে ধারণ করা হয়েছে বা ওই বৃদ্ধ বিমানের যাত্রী ছিলেন কিনা, তা এখনো জানা যায়নি।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন