Ridge Bangla

কুড়িগ্রামে ১০ ফুটের অজগর সাপ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী বাজারে ১০ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ পাওয়া গেছে। সাপটি স্থানীয় এক ব্যক্তি ভেলং-এর বাড়ির পাশে গাছে উঠে শুয়ে ছিল। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়লে শত শত নারী-শিশুসহ জনতা সাপটি দেখতে ছুটে আসে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে এক শিশু ক্ষেতে শাক তুলতে যাওয়ার সময় গাছের গোড়ায় সাপটি দেখে চিৎকার দেয়। এ চিৎকারে আশপাশের মানুষ ছুটে আসে এবং পরে দেখা যায়, সাপটি খোকসার গাছের ১২ থেকে ১৫ ফুট ওপরে একটি ডালে উঠে শুয়ে আছে।

স্থানীয়দের মতে, এর আগে তারা এমন কোনো ঘটনা দেখেননি। এলাকার বন-জঙ্গল না থাকলেও ধারণা করা হচ্ছে, পার্শ্ববর্তী ধরলা নদীর কাছ থেকে কোনোভাবে সাপটি এসেছে। ঘটনার খবর পেয়ে গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের এক স্বেচ্ছাসেবী উপস্থিত হন এবং সাপটিকে উদ্ধার করেন। পরে বন বিভাগের সহযোগিতায় সাপটিকে বস্তায় ভরে বন বিভাগের অফিসে নেওয়া হয়। বন বিভাগ ও স্বেচ্ছাসেবীদের আলোচনার পর সাপটিকে নিরাপদে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। কেউ কেউ সাপের ছবি তোলার জন্য ছুটে এসেছেন। বন বিভাগ জানায়, এ ধরনের সাপ সাধারণত মানুষের জন্য ক্ষতিকর নয়, তবে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। স্থানীয় প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে নিশ্চিত করা হচ্ছে, সাপটি নিরাপদে মুক্তি পাবে এবং জনসাধারণের কোনো ক্ষতি হবে না।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৯

আরো পড়ুন