Ridge Bangla

মেঘনা আলমের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের ঘনিষ্ঠতা ছিল: বাবা বদরুল আলমের দাবি

মডেল ও মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন মেঘনা আলমকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের মধ্যে এবার মুখ খুলেছেন তার বাবা বদরুল আলম। তিনি দাবি করেছেন, মেঘনা সৌদি আরবের সদ্য বিদায়ী রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলানের ‘প্রতারণার শিকার’ হয়েছেন।

বদরুল আলম বলেন, “গত ছয় মাস ধরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা ছিল। এর আগে তারা ঢাকায় একটি আয়োজনে প্রথম পরিচিত হয়। এরপর ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর হয়। এমনকি গত ৪ ডিসেম্বর তারা আংটি বদলও করে।”

তিনি আরও বলেন, “মেঘনা ‘মিস বাংলাদেশ’ নামে একটি ফাউন্ডেশনের মাধ্যমে দেশ–বিদেশে নানা অনুষ্ঠানের আয়োজন করতো। এসব আয়োজনে গুণীজন, বিদেশি কূটনীতিকেরা উপস্থিত থাকতেন। এভাবেই রাষ্ট্রদূতের সঙ্গে পরিচয় হয়।”

মেঘনার বাবা দাবি করেন, রাষ্ট্রদূতের আসল পরিচয় জানতে পেরে তার মেয়ে সম্পর্ক থেকে সরে আসেন। “সে জানতে পারে রাষ্ট্রদূতের স্ত্রী ও সন্তান রয়েছে। তখন সে আংটি ফেরত দেয় এবং সম্পর্ক শেষ করতে চায়।”

বদরুল আলম বলেন, “রাষ্ট্রদূতের স্ত্রীকে বিষয়টি জানানো হলে তিনি ক্ষিপ্ত হন। এরপর রাষ্ট্রদূত নানা রকম হুমকি দিতে থাকেন। ফেসবুকে কিছু পোস্ট দেওয়ার পরই মেঘনার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।”

তিনি আরও বলেন, “আমার মেয়ে যদি কোনো অপরাধ করতো, তাহলে তো সুনির্দিষ্ট মামলা হতো। এটা একটি প্রতিহিংসামূলক আচরণ। আমরা ন্যায়বিচার চাই এবং সরকারের কাছে আমার মেয়ের নিরাপত্তা দাবি করছি।”

প্রসঙ্গত, মেঘনা আলমের ঘনিষ্ঠ সহযোগী দেওয়ান সামিরকে প্রতারণার অভিযোগে রিমান্ডে নেওয়া হয়েছে এবং মেঘনাকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশে কারাগারে পাঠানো হয়েছে।

আরো পড়ুন