Ridge Bangla

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকায় দিনব্যাপী নানা আয়োজন

বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ উদযাপনে এবারও নানা আয়োজনের মাধ্যমে মুখর হয়ে উঠেছে রাজধানী ঢাকা। নতুন বাংলা বছর ১৪৩২-কে বরণ করে নিতে সরকারি ছুটির দিনটিতে রাজধানীর বিভিন্ন স্থানে ছিল সঙ্গীত, নৃত্য, শোভাযাত্রা ও বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা।

রমনা বটমূল: ছায়ানটের গান দিয়ে সূর্যোদয়

রমনার ঐতিহ্যবাহী বটমূলেই প্রতিবারের মতো এবারও ছায়ানটের আয়োজন ছিল পহেলা বৈশাখের সূর্যোদয়ের মুহূর্তে। সকাল ৬টা ১৫ মিনিটে শুরু হওয়া অনুষ্ঠানে ছিল দিনব্যাপী গান, কবিতা ও আবৃত্তির পরিবেশনা। আশপাশে বসে বৈশাখী খাবারের মেলা, পান্তা-ইলিশের আয়োজন।

ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রাণের মঙ্গল শোভাযাত্রা

চারুকলা অনুষদের আয়োজনে বের হয় ইউনেস্কো স্বীকৃত ‘মানবতার সাংস্কৃতিক ঐতিহ্য’ মঙ্গল শোভাযাত্রা। নানা রঙে রাঙানো মুখোশ, বিশাল পুতুল ও প্রতিকৃতি নিয়ে হাজারো মানুষ অংশ নেয় শোভাযাত্রায়।

সোহরাওয়ার্দী উদ্যান: বৈশাখী ব্যান্ড কনসার্ট

বিকেল ৩টা থেকে শুরু হয় বৈশাখী কনসার্ট। অংশ নেয় ওয়ারফেজ, লালন, ভাইকিংস, দলছুট, এভোয়েড রাফা ও স্টোনফ্রির মতো জনপ্রিয় ব্যান্ড। এছাড়া পারফর্ম করে আদিবাসী গোষ্ঠীর ব্যান্ডগুলোও।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি: দুই দিনের উৎসব

শিল্পকলা একাডেমিতে ‘নবপ্রাণ আন্দোলন’ আয়োজনে চলছে দুই দিনের সাংস্কৃতিক উৎসব। গান, নৃত্য, নাটক ও আবৃত্তিতে অংশ নিচ্ছেন নামকরা শিল্পীরা।

রবীন্দ্র সরোবর: সুরের ধারা ও জাতিগোষ্ঠীর পরিবেশনা

সকাল ৬টা থেকে সুরের ধারার আয়োজনে গানের সঙ্গে যুক্ত হয় পাহাড় ও সমতলের জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা। মুক্তমঞ্চে গান, কবিতা, নাচ ও বৈশাখী খাবারের আয়োজন ছিল চোখে পড়ার মতো।

জাতীয় সংসদ ভবন: ড্রোন শো ও বিশেষ অনুষ্ঠান

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সন্ধ্যায় অনুষ্ঠিত হয় চীনা প্রযুক্তিতে পরিচালিত ব্যতিক্রমী ড্রোন শো। ছিল বৈশাখী ব্যান্ড শো এবং সাংস্কৃতিক পরিবেশনা।

বৈশাখের প্রতিকৃতি: স্বৈরাচার ও প্রতিবাদের চিত্র

চারুকলার শোভাযাত্রায় ছিল ‘স্বৈরাচারের প্রতিকৃতি’। সম্প্রতি আগুনে পুড়িয়ে দেওয়া এই ভাস্কর্য পুনরায় নির্মাণ করা হয়েছে ককশীট দিয়ে। পাশাপাশি, জুলাই-আগস্টের অভ্যুত্থানে নিহতদের স্মরণে নির্মিত হয়েছে ১৫ ফুট উঁচু পানির বোতল এবং ফিলিস্তিনের প্রতি সংহতিতে যোগ হয়েছে তরমুজ ফালি মোটিফ। কারণ ফিলিস্তিনিদের কাছে তরমুজ প্রতীক হয়ে উঠেছে প্রতিরোধের।

রাজধানীব্যাপী এসব আয়োজন উপভোগ করতে ঢাকাবাসী সকাল থেকেই রাস্তায় নামেন বৈশাখের সাজে।

আরো পড়ুন